নিজস্ব প্রতিবেদক।।
দক্ষিণের সিনেমায় পূজা হেগড়ে এক সমীহ–জাগানিয়া নাম। কয়েক বছর ধরেই একের পর এক হিট ছবিতে দেখা গেছে তাঁকে। যদিও হিন্দি সিনেমায় খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তবে অভিনেত্রী হিসেবে সব সময় নতুন কিছু শিখতে ভালোবাসেন পূজা।
নিজের এই ফিল্মি ভ্রমণে তাবড় তাবড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। বেশ কয়েকটি বড় আয়োজনের ছবিতে তিনি কাজ করেছেন। ‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’–এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রায়ই আলোচনায় আসেন কোনো না কোনো কারণে। এবার শিরোনামে এলেন মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনে।
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, পূজার নতুন এই বাড়ি আরব সাগরের তীরে অবস্থিত। যেখানে বসবাসের জায়গা চার হাজার বর্গফুট। মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় রয়েছে বাড়িটি।এর জন্য ৪৫ কোটি রুপি ব্যয় করেছেন নায়িকা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি।
পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে। তার মতে, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। এ ছাড়া ভেতরের নকশায়ও রয়েছে আভিজাত্যের ছাপ। শিগগিরই এই নতুন বাড়িতে উঠবেন নায়িকা। এই খবর প্রকাশ্যে আসতেই সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে।
এ ছাড়া পূজার ভক্তেরাও তাঁর অনেক প্রশংসা করছেন।একজন মন্তব্য করেছেন, ‘বাহ, এটা তো খুবই আনন্দের বিষয়।’ কেউবা লিখেছেন, ‘অনেক অভিনন্দন।’ কারও মতে, ‘অনেক অনেক শুভেচ্ছা।’ তাঁর পোস্টে রীতিমতো শুভেচ্ছাবন্যা।পূজা হেগড়ের হাতে বর্তমানে রয়েছে ‘দেবা’ নামের একটি ছবির কাজ।
যেটি নির্মাণ করছেন রোশান অ্যান্ড্রুস। ছবিতে পূজার সঙ্গে আছেন শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুম্বাইয়ে জন্ম হলেও পূজা হেগড়ে ক্যারিয়ার গড়েছেন দক্ষিণ ভারতের সিনেমা।
তামিল, তেলেগুতে তাঁকে দেখা গেছে ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’, ‘অরবিন্দ সামিথা বীরা রাঘবা’, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়।
শিক্ষাবার্তা ডটকম/জামান/১৫/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.