নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ জেলার বানারীপাড়ায় বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেলুয়া নদীর মরিচবুনিয়া এলাকায় ওই কলেজ ছাত্রীর লাশ ভেসে উঠে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত।
নিহত শান্তা ইসলাম (১৮) সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। তিনি রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার মরিচবুনিয়া গ্রামে মামীর বাবার বাড়িতে বেড়াতে আসেন শান্তা। পরে বেলা ১১টার দিকে ছোট বোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যান তিনি। কিন্তু সাঁতার না জানায় এক পর্যায়ে স্রোতে তলিয়ে নিখোঁজ হন।
স্থানীয়ভাবে ডুবুরি দিয়ে তিন ঘণ্টার মত নদীতে তল্লাশি চালিয়ে খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
বরিশাল সদর নৌ-ফায়ার স্টেশনের ডুবুরী মো. রাব্বি শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ১০টার দিকে তাদের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে তরুণীর লাশ ভেসে উঠে।
তখন তারা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
ইউপি চেয়ারম্যান শান্ত আরও বলেন, শান্তার মরদেহ ঢাকা নিয়ে যাওয়া হবে। পরে বনানীতে তার দাদীর কবরে পাশে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.