সরকারি বিধিমোতাবেক চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর -ইসলামগঞ্জ, উপজেলা-রায়পুর,জেলা-লক্ষীপুর।শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক, সৃষ্টপদে একজন অফিস সহায়ক ও একজন পরিচ্ছন্নকর্মী নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং সহকারী প্রধান শিক্ষকের জন্য ২ হাজার টাকা, অন্যান্য পদের জন্য ১ হাজার টাকার ব্যাংকড্রাফটসহ (সোনালী ব্যাংক আগৈলঝাড়ার অনুকূলে) আবেদন করার অনুরোধ করা গেল ।
যোগাযোগ:- প্রধান শিক্ষক
চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়।
মোবাইল:- 01740840614
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.