চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধিমোতাবেক চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর -ইসলামগঞ্জ, উপজেলা-রায়পুর,জেলা-লক্ষীপুর।শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক, সৃষ্টপদে একজন অফিস সহায়ক ও একজন পরিচ্ছন্নকর্মী নিয়োগ প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং সহকারী প্রধান শিক্ষকের জন্য ২ হাজার টাকা, অন্যান্য পদের জন্য ১ হাজার টাকার ব্যাংকড্রাফটসহ (সোনালী ব্যাংক আগৈলঝাড়ার অনুকূলে) আবেদন করার অনুরোধ করা গেল ।

যোগাযোগ:- প্রধান শিক্ষক

চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়।

মোবাইল:- 01740840614


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

একের পর এক পেছাচ্ছে নিয়োগ পরীক্ষা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আদতে কিছুই করছে না পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। একের পর এক নিয়োগ …