ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই মাদরাসা শিক্ষার্থী

চট্টগ্রামঃ জেলার ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহমান (১৭) ও মোস্তাকিম (১৪) নামে দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কুম্ভারপাড়া এবিসি রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজ্জাক বাড়ির তৌহিদুল আলমের ছেলে। সে স্থানীয় আল জামিয়াতুল আরবিয়া বাবুনগর মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত অন্যজন মোস্তাকিমের বাড়ি নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া নামক এলাকায়। সে স্থানীয় একটি মাদরাসা থেকে সম্প্রতি হিফজুল কোরআন সমাপ্ত করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা ও হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তিন খালাতো ভাই ঈদে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে করে নাজিরহাটের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মোটরসাইকেলটি কুম্ভারপাড়াস্থ এবিসি রাস্তার মাথায় মহাসড়কে উঠলে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান নিহত হয়। গুরুতর আহত অন্য দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মোস্তাকিমের মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক বাসটি জনতা আটক করলেও চালক পলাতক রয়েছেন।

বর্তমানে বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা

চট্টগ্রামঃ তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। …