ময়মনসিংহঃ জেলার ফুলবাড়িয়ায় চাতাল শ্রমিক সামিউল হত্যার ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাকীব ও সাধারণ সম্পাদক তানজিল হুসাইন মুণিম এক যুক্ত বিবৃতিতে হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত শ্রমিক সামিউলের সারাজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন।
বুধবার (১০ এপ্রিল) সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
নিহত শ্রমিক সামিউল ইসলাম বৈবাহিকসূত্রে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ‘সরকার অটো রাইস মিল’ এ দীর্ঘ ১০ বছর যাবৎ কর্মরত ছিলেন। তার পৈত্রিক নিবাস শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। গত ২৯ মার্চ ঈদ উপলক্ষে বেতন ও বোনাস দাবি করলে মালিক্ষপক্ষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, সামিউল তার প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মিল (চাতাল) মালিকের ছেলে শরিফ মিয়া স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তাকে গুদাম ঘরে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অকথ্য নির্যাতন চালায়। রড দিয়ে পিটিয়ে কোমড় ও পা ভেঙে ফেলে। পরদিন পরিবারের সদস্যদের আকুতিতে সামিউলের বাঁধন খুলে দিলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা সামিউলকে ঢাকায় পাঠাতে বলে কিন্তু অর্থসংকটের কারণে তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি এবং বিনা চিকিৎসায় তিনি মারা যান।
নেতৃবৃন্দ বলেন, দাসযুগের অবসান হলেও আধুনিক শ্রমদাসত্ব বিদ্যমান। সামগ্রিক পরিবেশ শ্রমিকদের প্রতিকূলে। শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য রাষ্ট্রের যথেষ্ট উদ্যোগ নেই। শ্রম আইনের বাস্তবায়ন নেই, ন্যূনতম মজুরি অনির্ধারিত, নেই শ্রমিকদের নিয়োগ পত্র , ট্রেড ইউনিয়নের অধিকার নাই। যেন মালিকশ্রেণীর টাকার কাছে শ্রমিকের জীবন জিম্মি।
মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তিতে সর্বহারাশ্রেণীর বিপ্লবী আন্দোলনের অংশীদার হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য ট্রেড ইউনিয়নের অধিকার ও গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়নের দাবি জানাচ্ছে। এবং দ্রুত বিচারের মাধ্যমে চাতাল শ্রমিক সামিউল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.