নোয়াখালীঃ জেলার কবিরহাট উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টার পর মারা গেলেন স্বামী আমিন উল্যাহও। বুধবার সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
এর আগে, মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী।
মৃত আমিন উল্যাহ উপজেলার ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে। তিনি চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন।
চাপরাশিরহাট ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন মাস্টার বলেন, গ্রাম পুলিশ আমিনের স্ত্রী শামসুর নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর স্ত্রীর শোকে স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.