এইমাত্র পাওয়া

বিএসএমএমইউ বহির্বিভাগ ১৩ এপ্রিল খোলা

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

এজন্য বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ১৩ এপ্রিল, শনিবার খোলা থাকবে। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ইনডোর, জরুরি বিভাগ খোলা: এছাড়া ঈদের বন্ধের সময় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে ও হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধ চার দিন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ ১০, ১১, ১২ এবং ১৪ এপ্রিল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব, কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। এরমধ্যে বাংলা নববর্ষ (১লা বৈশাখ) ১৪৩১ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিলও বন্ধ থাকবে।

ঈদের জামাত ৮টায়: বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, এদিকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ করা হয়েছে।

ঈদ পুনর্মিলনী ১৫ এপ্রিল: পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল সকাল ৯টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং এই দিনই (১৫ এপ্রিল) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।

উপাচার্যের শুভেচ্ছা: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

শিক্ষাবার্তা ডটকম/জামান/১০/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.