Breaking News

নন–ক্যাডারে ২৬৪২ পদের এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি কেন

নিজস্ব প্রতিবেদক।।

অনেক দিন পরে নন-ক্যাডারে আলাদা আলাদা দুটি মিলে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারে পদের সংখ্যা ২ হাজার ৬৪২। কেন হঠাৎ এত বড় নিয়োগের বিজ্ঞপ্তি—এ প্রশ্নে পিএসসি বলছে, বিসিএস থেকে নিয়োগ সম্ভব হয়নি, এমন পদগুলো নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন  বলেন, এখন পর্যন্ত ৪৬তম বিসিএস পর্যন্ত কোন পদে কতজন নিয়োগ হবে, সেটি ঠিক করা আছে। এর বাইরে যেগুলো নন-ক্যাডারের পদ পিএসসিতে চাহিদা আকারে আসছে, তার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এবারের ২ হাজার ৬৪২ পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি এরই অংশ। নিয়ম অনুসারে আবেদন করা যাবে এসব পদে।

পিএসসি সূত্র জানায়, ২ হাজার ৬৪২ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এবারে টেকনিক্যাল বা কারিগরি–সংক্রান্ত পদ বেশি। এখানে অভিজ্ঞদের যেমন পদ আছে, তেমনি অভিজ্ঞতা নেই, এমন প্রার্থীদেরও চাকরির সুযোগ আছে। পদগুলোয় বিষয়ভিত্তিক ডিগ্রি জরুরি। দুটি আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাতে ২৭টি পদ রয়েছে।

এগুলো অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন বা চাকরির অভিজ্ঞতাও নেই, বিভিন্ন পদে তাঁদের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে পদ আছে ২ হাজার ৫০০-এর বেশি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও।

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), সিস্টেম অ্যানালিস্ট, জুনিয়র কনসালট্যান্ট, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রোগ্রামার সহকারী, প্রোগ্রামার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সহকারী প্রকৌশলী প্রভৃতি পদে আবেদন আহ্বান করা হয়েছে।

আরেক বিজ্ঞপ্তি অনুসারে নেওয়া হবে যেসব পদে, সেগুলো হলো সহকারী পরিচালক (প্রশাসন), সরকারি পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ), সরকারি পরিচালক (সাধারণ), হাইড্রো মারফোলজিস্ট, হাইড্রোলজিস্ট, সরকারি প্রকৌশলী, সরকারি পরিচালক (রিজার্ভার উৎপাদন), সরকারি পরিচালক (মাইনিং), সরকারি পরিচালক (আইসিটি), সরকারি পরিচালক (পিএসসি ও ডিফারেন্স), সিনিয়র কম্পিউটার অপারেটর, সরকারি পরিচালক টেলিভিশন, প্রকৌশল প্রশিক্ষণ, ইনস্ট্রাক্টর রসায়ন ও পদার্থ, নেটওয়ার্ক বা ওয়েবসাইট ম্যানেজার পরিসংখ্যান কর্মকর্তা, আইন কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক, উপসহকারী পরিচালক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একাডেমি), উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক, ফিল্ম ট্রেইনার ও ব্যক্তিগত কর্মকর্তা।

আবেদন করার বিভিন্ন নিয়ম ও বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশনের কাগজ জমা দিতে হবে। ফি জমাদানের আগপর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফ্রি সমাধানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

শিক্ষাবার্তা ডটকম/জামান/১০/০৪/২০২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …