নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক অধ্যাপক আবু তালেব মোঃ মোয়াজ্জেম হোসেনকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (০৮এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া চৌধুরী স্বাক্ষরি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
তিনি ৩ বছরের বেশি সময় ধরে প্রেষণে ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামাত শাসনামলে ২০০৪ ঢাকা বোর্ডের উপ সচিব পদে প্রেষণে ছিলেন।
একই প্রজ্ঞাপনে আরও পাঁচ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.