নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ওএমআর এর উত্তর প্রদানকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুশিল।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা পুলিশের সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮টি কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করায় কয়েকজন ৭ শিক্ষার্থীকে আটক করা হয়।
পরে তাদের তথ্য মতে এই চক্রের সঙ্গে জড়িত থাকায় রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসীম গাইন ও উজ্জ্বল সরকারের নাম পাওয়া যায়।
কিন্তু তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে এ চক্রের সঙ্গে জড়িত রনি বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি রাজৈর উপজেলার নাগরদী গ্রামের হৃদকমল বিশ্বাসের ছেলে। প্রাথমিকভাবে তিনি প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.