ভেঙেই গেল ঐশ্বরিয়ার সংসার!

নিউজ ডেস্ক।।

শত চেষ্টার পরেও আর জোড়া লাগল না ভাঙা সম্পর্ক। ফলে ভেঙেই গেল ঐশ্বরিয়ার দীর্ঘ ১৮ বছরের সংসার। ২০২২ সালে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত। যদিও সেই সময় চূড়ান্ত হয়নি তাদের বিবাহবিচ্ছেদ। মাঝে দুই বছর সময় নিলেও আর টিকল না তাদের সম্পর্ক।

এবার এই তারকা দম্পতি পাকাপাকিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। ১৩ বি ধারায় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ধানুশ-ঐশ্বরিয়া জুটি। শিগগির চেন্নাইয়ের পারিবারিক আদালতে তাদের বিচ্ছেদ মামলার শুনানি হবে।

এদিকে, মেয়ের ডিভোর্সের সিদ্ধান্তে খুশি নন রজনীকান্ত। মেয়ে-জামাইয়ের সংসার জোড়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

এর আগে রজনীকান্তের বাড়িতে এই জুটির বিবাহ বিচ্ছেদ নিয়ে পারিবারিক বৈঠক হয়েছে। যেখানে পর্যালোচনার পর তাদের ডিভোর্সের মামলা স্থগিত রাখা হয়েছিল। সেসময় জানা গিয়েছিল, আবারো একসঙ্গে ভাল থাকার চেষ্টা করবেন এই তারকা দম্পতি। কিন্তু বনিবনা না হওয়ায় শেষমেষ আলাদাই হয়ে যাচ্ছেন এই জুটি।

২০০৪ সালে সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেছিলেন ধানুশ। তাদের ঘরে যাত্রা ও লিঙ্গা নামের দুই সন্তানও রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

শিক্ষাবার্তা ডটকম/জামান/০৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

২১ দিন আয়নাঘরে বন্দী ছিলেন নওশাবা

ঢাকাঃ নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই সময় সোশ্যাল মিডিয়ায় …