এইমাত্র পাওয়া

নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেল ৩৫ শিশু-কিশোর

নিজস্ব প্রতিবেদক।।

রমজান থেকে টানা ২৮ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ায় ৩৫ শিশু-কিশোরকে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মসজিদে সোমবার দুপুরে এ পুরস্কার দেয় আল আবেদীন ইয়ুথ কমিউনিটি।

অভিভাবকদের উপস্থিতিতে মসজিদের দোতলায় মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে ইয়ুথ কমিউনিটির তরুণরা এ অনুষ্ঠানের আয়োজন করে। সাইকেলসহ তাদের আরও বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনের সদস্যরা বলেন, ইয়ুথ কমিউনিটির এ ধরনের কর্মকাণ্ড মূলত শিশু কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাবে। ১০৯ জন এ প্রতিযোগিতায় নাম লেখায়। যাচাই-বাছাই করে ৩৫ জনকে সাইকেল ও বাকিদের বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত নামাজের জামাত শেষে উপস্থিত নিশ্চিতকরণ বাধ্যতামূলক ছিল। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন রফিকুল ইসলাম রতন, রাসেল, আতিক রহমান, আলী রেজা মোহাম্মদ তাওয়াব, দিশান আল জামান, সাগর, সবুজ, খন্দকার আল মামুন, সালাম, আশিক, জামাল, সাজিদ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/জামান/০৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.