নিজস্ব প্রতিবেদক।।
হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কত ভাতা পান তা প্রকাশ করেছেন। তিনি সোমবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে তা প্রকাশ করে বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জনগণের সেবার বিপরীতে সরকার তাকে ১ লাখ ৭২ হাজার ৯৭৩ টাকা ভাতা প্রদান করেছেন।
তিনি বলেন, জনগণের কাছে সবকিছু প্রকাশ করা দরকার। তিনি তার আগেও তার এলাকায় কত টাকা বরাদ্দ আসলো তা ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
ফেসবুকে এমন তথ্য প্রকাশ করায় অনেকেই কমেন্ট করে সাধুবাদ জানান। অনেকে বলেন, কোনো এমপি এমন তথ্য আগে প্রকাশ করেননি। আশরাফুজ্জামান সুজন কমেন্টে লিখেন আজকে আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের পে-স্লিপ দেখার সুযোগ পেলাম।
বিষয়টি এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
অনেকের মনে প্রশ্ন আগে এমন বিষয়গুলো জনসাধারণের নজরে আসেনি। এখন ফেসবুক পেজে আমরা সবকিছু জানতে পারছি, এটা ভালো উদ্যোগ।
শিক্ষাবার্তা ডটকম/জামান/০৯/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.