এবার একই দিনে ঈদ হতে পারে বাংলাদেশ ও সৌদি আরবে

নিজস্ব প্রতিবেদক।।

 আজ মঙ্গলবার চাঁদ দেখা যেতে পারে বাংলাদেশে।  চাঁদ দেখা গেলে ঈদ হবে বুধবার। এদিকে সৌদি সরকার  ঘোষনা করেছে বুধবার ঈদ।

বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে। পাকিস্তানে বুধবার ঈদ উদযাপিত হলে এদিন বাংলাদেশেও ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা প্রবল। কেননা দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একই সাথে ঈদ উদযাপিত হয়ে আসছে।

পাকিস্তানে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে বলে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল জানিয়েছে।

দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য খালিদ ইজাজ সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে। বিখ্যাত জোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলির ভবিষ্যত বাণী যদি একই হয়ে যায় তাহলে সৌদি আরব এবং বাংলাদেশে একই সঙ্গে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/জামান/০৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ভ্রুণ হ-ত্যা-য় শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

যশোরঃ ভ্রুণ হত্যার অভিযোগে সহকারী শিক্ষক স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন স্ত্রী। …