নিজস্ব প্রতিবেদক।।
ঈদের ছুটি চলার সময় সারাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের খাবার পরিবেশনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৭ এপ্রিল) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে কর্মরত চিকিৎসকদের খাবার পরিবেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৮/০৪/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.