ঈদ করতে ১১ জনকে নিয়ে সিঙ্গাপুরে গেলেন মিম

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ঈদে অন্যান্য নায়িকাদের মত সিনেমার প্রচারণা নিয়ে কোনও ব্যস্ততা নেই বিদ্যা সিনহা মিমের। আর তাই এই ঈদের ছুটিতে নায়িকা পাড়ি জমালেন সিঙ্গাপুরে।

সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার রাতের একটি ফ্লাইটে পরিবারের ১১ সদস্য নিয়ে দেশ ছাড়েন তিনি। পরিবারকে নিয়ে এবার সিঙ্গাপুরে ঈদ করবেন বলে জানান এই নায়িকা।

মিম বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী।

তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন- চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।’

এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৮/০৪/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ভ্রুণ হ-ত্যা-য় শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

যশোরঃ ভ্রুণ হত্যার অভিযোগে সহকারী শিক্ষক স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন স্ত্রী। …