নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষার্থীর সংখ্যা কেনো বাড়ছে না, সেটা আমরা অবশ্যই দেখবো উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সাধারণ শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে আসবে সরকার। এখন নানা ধরনের বিষয়ের সাথে সংশ্লিষ্ট দক্ষতা আনার কাজ করে যাচ্ছি।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে আঞ্চলিক স্কিলস কম্পিটিশিন ২০২৩-চট্টগ্রাম এর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সহযোগী হিসেবে এ্যাসেট প্রজেক্ট ও বিশ্ব ব্যাংক এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর জোর দিতে বলেছেন। শুধু বিষয়ভিত্তিক দক্ষতা নয়, দক্ষতা থাকলেও তা প্রকাশ করার ক্ষমতাও গুরুত্বপূর্ণ। প্রকাশ করার ক্ষমতা না থাকলে শিক্ষার্থীরা তার জ্ঞান ব্যবহার করতে পারে না। চাকরি পাওয়ার যোগ্যতায় পিছিয়ে পড়ে। ভাষা দক্ষতাও আমাদের দেখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৭/০৪/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.