নিজস্ব প্রতিবেদক।।
ঈদে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রেলপথে ঈদযাত্রার তৃতীয় দিনে ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। তবে দূরপাল্লার পরিবহনে এখনও যাত্রীদের চাপ নেই।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদে লম্বা ছুটি থাকায় যাত্রীরা সুবিধা মতো যাচ্ছেন।
রাজধানীবাসীর একটা বড় অংশ ঈদে ট্রেনে ভ্রমন করে থাকেন। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশন ছেড়েছেন অনেকেই। কমলাপুর স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, শিডিউল ঠিক রাখতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ট্রেনের মতো এখনো চাপ নেই দূরপাল্লার পরিবহনে। ঈদের আগের নানা ঝক্কিঝামেলা ও যানজট এড়াতে অনেকেই আগেভাগেই ঢাকা ছাড়ছেন।
কাউন্টার সংশ্লিরা বলছেন, ৮ ও ৯ এপ্রিলের টিকিট প্রায় শেষ। তবে অন্য দিনগুলোর টিকিট এখনো পাওয়া যাচ্ছে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৬/০৪/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.