Breaking News

কলেজ শিক্ষককে গলা কেটে রেখে যায় দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক।।

সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম ওরফে বাদল (৫৮) নামের এক কলেজ শিক্ষককে গলা কেটে রেখে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার জামতৈল কলেজ পাড়ার তার শ্বশুরের বাড়ির পাশে একটি জলাশয়ের পার থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

তিনি উপজেলার চর কামারখন্দ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক। তিনি জামতৈল কলেজপাড়া শ্বশুর বাড়িতে থাকতেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সেহরি খাওয়ার পর নামাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরে। এসময় তিনি বাড়ির পাশের পুকুরে ময়লা ফেলতে যান। তখন দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় তাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারে খবর দিলে তার স্বজনরা তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৫/০৪/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক।।  লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত …