Breaking News

১২দিনের ছুটিতে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনাঃ পবিত্র জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে মোট ১২ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার থাকায় শিক্ষার্থীরা এবার মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিল (রবিবার) থেকে ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এবং আবাসিক হল সমূহ আগামী ৭ এপ্রিল (রবিবার) থেকে ১৪ এপ্রিল (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ৭ এপ্রিল (রবিবার) সকাল ১০টার মধ্যে নিজ নিজ হল ত্যাগ করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতের আরও জানানো হয়, আগামী ১৫ এপ্রিল (সোমবার) সকাল ৬টা থেকে হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা বন্ধের সময় তাদের স্ব স্ব হলে অবস্থান করতে পারবে। ছুটিকালীন সময়ে জরুরি পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি চালু থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক বেলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. বেলাল …