Breaking News

গোপালগঞ্জে প্রধান ও সহ.প্রধান শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষন

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বিস্তরন, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী প্রশিক্ষন মঙ্গলবার (২ে এপ্রিল) শেষ হবে।

জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর পিযুষ রায় জানান, জেলার ৫ টি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৩৮ জন প্রধান শিক্ষক ও ১৮১ জন সহ.প্রধান শিক্ষকদের প্রশিক্ষণে ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ৯ জন শিক্ষক ও জেলার ৮ জন একাডেমিক সুপার ভাইজার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন দিচ্ছেন।

প্রশিক্ষক মোহাম্মদ নূরুল্লাহ্ (ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন শিক্ষানীতি হবে সময়োপযোগী, মানসম্পন্ন ও অত্যাধুনিক । যা স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক হবে।

জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শিখন ও অভিজ্ঞতার মাধ্যমে তাদের কাঙ্খিত যোগ্যতা অর্জন করতে পারবে। আগামীতে চ্যালেঞ্জ ও সম্ভাবনার দ্বারপ্রান্তে এ শিক্ষাক্রম হবে খুবই টেকসই।

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …