নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোনো ধরনের ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ জন সহকারী শিক্ষককে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (০১ এপ্রিল( মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার এতে স্বাক্ষর করেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।
শোকজ নোটিশ পাওয়া ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ জন সহকারী শিক্ষক হলেন, ধনবী চাকমা, মেমোরি চাকমা, মিথিলা চাকমা, মরিয়ম চাকমা, রমেশ চাকমা, শেখর চাকমা, টুম্পা রানী শাহা, অনুরুপা ত্রিপুরা ও মাইনোচিং মারমা। নোটিশ পাওয়ার পাঁচদিনের মধ্যে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ খাগড়াছড়ির জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকা এই নয় শিক্ষকসহ আরও ২৮ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নোটিশ পাওয়াদের মধ্যে ২৫জন শিক্ষক ও তিনজন কর্মচারীকে। শিক্ষকদের মধ্যে চট্টগ্রামের ১০ জন, খুলনার ৫, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহীর ৩ জন করে এবং ঢাকার ১ জন। কর্মচারীদের মধ্যে দুজন বরিশালের ও একজন কুমিল্লার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব ঘোষণা ব্যতিরেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (জানুয়ারি/২০২৪ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইং-এ প্রেরণ করা হয়। ওই পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন জেলার নিম্নোক্ত শিক্ষক/কর্মচারীদের বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ আগামী পাঁচ কর্ম-দিবসের মধ্যে স্ব স্ব জেলা শিক্ষা অফিসে স্ব শরীরে হাজির হয়ে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.