প্রাথমিকের ৪১ ও মাধ্যমিকের ৪৯ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  প্রাথমিক স্কুল বয়সী শিশুদের ৪১ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৪৯ শতাংশ কাজ বা শিশুশ্রমে নিয়োজিত আছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরেপড়া মেয়েশিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি বাল্যবিবাহের শিকার হয়েছে। একটি ছোট অংশ বলেছে, তারা গৃহস্থালির কাজে নিয়োজিত এবং অন্যরা বলেছে তারা কিছুই করছে না।

এডুকেশন ওয়াচের এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র পাওয়া গেছে।

গবেষণা থেকে আরোও জানা গেছে, প্রাথমিক স্তরে ঝরে পড়া অর্ধেকেরও বেশি ৫৭ শতাংশ এবং মাধ্যমিক স্তরে ৭৯ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে ফিরতে আগ্রহী নয়। একটি ছোট অংশ বলেছেন, তারা বিদ্যালয়ে ফিরে আসতে পারেন, যদি তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা হয়।

জানা গেছে, গবেষণায় দেশের ৮ বিভাগ থেকে ২টি করে মোট ১৬টি জেলা নির্বাচন করা হয়েছে। ১৬টি জেলার ২৬টি উপজেলা ও ৫টি সিটি কর্পোরেশন তথ্য সংগ্রহের আওতাভুক্ত ছিল। ২৬টি উপজেলা থেকে গ্রামীণ ও শহর এলাকা বিবেচনা করে ৫২টি ক্লাস্টার ও ৫টি সিটি কর্পোরেশনকে ৫টি ক্লাস্টার ধরে মোট ৫৭টি ক্লাস্টার থেকে উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এছাড়াও এলাকা নির্বাচনের ক্ষেত্রে দেশের ভৌগোলিক ও আর্থ-সামাজিক অবস্থা বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.