নিজস্ব প্রতিবেদক।।
বিখ্যাত ঘটক ‘শাকিল ভাই’-এর মেয়ে ‘মুনতাহা’। বাবার পেশার ধারাবাহিকতা ধরে, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ‘ম্যাচমেকার’ নামে ম্যারেজ অ্যাপস খুলেছেন তিনি। যার মাধ্যমে বিয়ে করতে চাওয়া দুজনের বিয়ের ব্যবস্থা করা হয়।
অন্যদিকে, ‘ইফতেখার’-এর একটি প্রাইভেট ইনভেস্টিগেশন ফার্ম আছে। যেখানে বিয়ের আগে কেউ চাইলে হবু বউ বা হবু জামাইয়ের অতীত সম্পর্কে খোঁজ-খবর নিতে পারেন। ‘ইফতেখার’ আর তার টিম খুবই দক্ষতার সঙ্গে তদন্ত করে নিখুঁত তদন্ত করে।
এমন দুটি মজার পেশা ও চরিত্র নিয়ে ‘ম্যাচমেকার’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে ‘মুনতাহা’ চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা এবং ‘ইফতেখার’ চরিত্রে তৌসিফ মাহবুব। বিভিন্ন চরিত্রে আরও আছেন শেহজাদ ওমর, শাহবাজ সানী, রিসা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, যাকি আহমেদ যারিফ প্রমুখ।
নাটকটির ব্যাপারে নির্মাতা বলেন, রোম্যান্টিক ঘরানার এই গল্পে তিনি তুলে এনেছেন ভিন্ন ধারার দুই পেশার দুজন মানুষের মেলবন্ধন। যাদের কাজের ধরণ আলাদা হলেও বিয়ে ভাঙা ও গড়ার ক্ষেত্রে দুজনের প্রতিষ্ঠানেরই প্রভাব রয়েছে। নাটকে দুজনার মধ্যকার সম্পর্ক গড়ে ওঠে একটি বিয়ে ভাঙার মধ্য দিয়ে। ‘মুনতাহা’-এর এক ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় ‘ইফতেখার’-এর নেতিবাচক রিপোর্টের কারণে! এরপর ঘটতে থাকে দুটো প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি ও একটি বিয়েকে কেন্দ্র করে দারুণ সব ঘটনা।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ম্যাচমেকার’ এই ঈদে তাদের অন্যতম বিশেষ চমক। যা ঈদ আয়োজনে প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৩/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.