এইমাত্র পাওয়া

মাগুরায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখল করে চলছে অবৈধ ইটভাটা

মাগুরাঃ মোহাম্মদপুরে অবসরপ্রাপ্ত এক মাদরাসার শিক্ষকের জমি জোরপূর্বক দখল করে ইটভাটা চালাচ্ছে ওই গ্রামের এক প্রভাবশালী ব্যবসায়ী। এ বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ করেও তেমন কোনো সুরাহা পাননি ঐ শিক্ষক। সাংবাদিকদের কাছে জমি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানালেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে একইভাবে চলছে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ওই ব্যবসায়ী।

‘শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋনে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে’-রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার মতই ঘটনা ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ভাটরা গ্রামে। অবসরপ্রাপ্ত মাদরাসার সহাকারী শিক্ষক তাফসীর উদ্দিনের ৪৩ শতাংশ জমি জোর করে দখল করে সেখানে ইটভাটা করেছে উজ্জ্বল মোল্লা নামে এক প্রভাবশালী।

‘শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋনে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে’-রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার মতই ঘটনা ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ভাটরা গ্রামে। অবসরপ্রাপ্ত মাদরাসার সহাকারী শিক্ষক তাফসীর উদ্দিনের ৪৩ শতাংশ জমি জোর করে দখল করে সেখানে ইটভাটা করেছে উজ্জ্বল মোল্লা নামে এক প্রভাবশালী।

স্থানীয়দের একাধিক সালিশ বৈঠক এই বিষয়টি নিয়ে অনুষ্ঠিত হলেও কোনো নির্দেশনাই মানেননি উজ্জ্বল মোল্লা। যদিও তিনি ক্যামেরার সামনে সব জমি ফেরত দেওয়া হয়েছে বলে জানালেন।

অভিযুক্ত উজ্জল দ্রুত জমি হস্তান্তর না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবসরপ্রাপ্ত এই শিক্ষকের শেষ সম্বল তার হাতে তুলে দিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটি আশা স্থানীয়দের।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.