এইমাত্র পাওয়া

ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে ববিতে গণ ইফতার

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রোজার মাসে ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তি ।এই বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে গণ ইফতার ও র্্যালি বের করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মার্চ) বিকালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-ইফতারের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, শাবিপ্রবি এবং নোবিপ্রবিতে এই নোটিশের মাধ্যমে বাঙালি মুসলিমদের হাজার বছরের সংস্কৃতির ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে৷এটা নাস্তিক্যের চক্রান্ত।বাংলাদেশে এমন চক্রান্ত মেনে নেওয়া হবেনা। অনতিবিলম্বে, এ ধরণের নোটিস বন্ধ চাই।এসময় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনার আহ্বান জানানো হয়।

গণ-ইফতারে বক্তব্য প্রদানকালে দর্শন বিভাগের মাসুম বিল্লাহ বলেন, একটি মহল বাংলাদেশ থেকে ইসলামিক কালচার উঠে যাক এটা চাই। আমরা এটা কখনো হতে দিতে পারি না। এ রকম সকল প্রকার ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে। কোন নাস্তিক্যের মতাদর্শ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে দিবোনা।

এছাড়া বক্তব্য রাখেন রসায়ন বিভাগের রফিকুল ইসলাম,দর্শন বিভাগের জোবায়ের,বাংলা বিভাগের মনিরুল ইসলাম,আইন বিভাগের রিয়াজুল ইসলাম ও দর্শন বিভাগের মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, গত রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই গত সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.