নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
জনপ্রশাসনে ১২৭ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রায় এক বছর পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।
সোমবার (২২ এপ্রিল) পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। ১৮তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে।
সবশেষ গত বছরের মে মাসে প্রশাসনের ১১৪ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। প্রায় এক বছর পর এই পদে পদোন্নতি দেওয়া হলো। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে বেশ কিছুদিন ধরেই প্রক্রিয়া চলছিল।
নিয়মানুযায়ী পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেবেন। তারপর পৃথক আদেশে তাদের পদায়ন করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে উপসচিব পর্যায়েও পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে নিয়মিত ব্যাচ হিসেবে ৩০তম বিসিএসের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে।
উপসচিব পদে সাধারণত প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/জামান/২৩/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.