এইমাত্র পাওয়া

পাকিস্তানে ছাত্রীর গায়ে শিক্ষকের অ্যাসিড নিক্ষেপ

ঢাকাঃ পাকিস্তানের করাচিতে এক ছাত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছে তার শিক্ষক। ঘটনাটি ঘটেছে করাচির নিপা চৌরঙ্গী এলাকার একটি তথ্যপ্রযুক্তি কেন্দ্রে। পুলিশ জানিয়েছে, দুজনের মধ্যে তর্কাতর্কি চলছিল। এক পর্যায়ে অ্যাসিড নিক্ষেপ করে শিক্ষক। খবর জিও নিউজ।

অভিযুক্ত শিক্ষকের নাম ইফতিখার। ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নাম আলিশা। ঘটনায় তার দুই মামা নোমান ও ফাইজানও দগ্ধ হয়েছেন। ওই তিনজনকে সিভিল হাসপাতালের বার্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

আলিশার মামা নোমানের অভিযোগের ভিত্তিতে আজিজ ভাট্টি থানায় মামলা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

নোমানের প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ‘আমার ভাগ্নি তার আইটি সার্টিফিকেট নিতে গিয়েছিল এবং ইফতিখার ও আরশাদ কেন্দ্রে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’

এফআইআরে আরও বলা হয়েছে, ভুক্তভোগী তারপর বাড়ি ফিরে যান এবং ঘটনার বিষয়ে তার মামাদের কাছে অভিযোগ করেন। পরে তার মামা নোমান ও ফাইজান তার সঙ্গে কোচিং সেন্টারে যান।

তিনি আরও বলেন, ‘কোচিং সেন্টারে ইফতিখার ও ওয়াকারের মধ্যে রাগারাগি হয়। এসময় অভিযুক্ত শিক্ষক তার পকেট থেকে অ্যাসিড বের করে আমাদের দিকে ছুড়ে মারেন।’

এর আগে ৯ জানুয়ারি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় লাহোরের শাহদারা টাউন এলাকায় এক নারী শিক্ষককে (২২) অ্যাসিড নিক্ষেপ করা হয়।

ঘটনার দিন তিনি তার ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিলেন। এ সময় ‍পথে উমর ফারুক ও গোলাম মুস্তফা নামে সন্দেহভাজনরা তার ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর দগ্ধ হন ও পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও প্রধান সন্দেহভাজন ফারুককে পরে গ্রেপ্তার করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.