এইমাত্র পাওয়া

শিক্ষা মন্ত্রণালয়সহ সাতটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভূক্ত করে জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সহ সাতটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

পুনর্গঠিত কমিটিগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বেগম শামসুন নাহার (৩১৯ মহিলা আসন-১৯), কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ফরিদুন্নাহার লাইলী (৩৪৩ মহিলা আসন-৪৩), বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে অ্যারোমা দত্ত (৩৪০ মহিলা আসন-৪০), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আশরাফুন্নেসা (৩৪৪ মহিলা আসন-৪৪), অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ওয়াসিকা আয়শা খান (২৪৭ মহিলা আসন-৪৭), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ফরিদা ইয়াসমিন (৩৩৫ মহিলা আসন-৩৫) এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ডরথী তঞ্চঙ্গাকে (২৪৮ মহিলা আসন-৪৮) অন্তর্ভূক্ত করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.