ময়মনসিংহের ভালুকায় ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে মডেল থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে অবস্থিত নুরানী মাদরাসায় সম্প্রতি মাওলানা শরিফুল ইসলাকে নিয়োগ দেয়া হয়। ওই শিক্ষক প্রতিদিন মাসজিদের বারান্দায় শিশুদের পড়ান।
রবিবার সকালে বৃষ্টির কারণে ছাত্র ছাত্রী কম আসায় মসজিদের কাছের মৃত ইসমাইলের শিশুকন্যা (৭) ও শারীরিক প্রতিবন্ধী বাবুলের শিশুকন্যা (৮) পড়তে যায়। এ সময় ওই শিক্ষক এক শিশুকে (৮) ধর্ষণের চেষ্টা চালায়। পরে মৃত ইসমােলের শিশুকন্যা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে এলাকাবাসী ও অভিভাবকগণ ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় শিক্ষকে আটক করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.