সাভারে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার ৪

ঢাকাঃ সাভারের আশুলিয়ায় এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা, ছবি ধারণ ও সহায়তা করায় চারজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার আবুল বাশারের ছেলে মো. জাহিদ হাসান (৩০), খুলনার পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ গাজী (২১), যাত্রাবাড়ী থানার মধ্য ধনিয়া এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন দিপু (২৬) ও পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের মো. জাফর মৃধার ছেলে মো. সজল মৃধা (২৯)। গ্রেপ্তারকৃত সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পূর্বপরিচিত সজীব সরকার। গত ২৭ জানুয়ারি আশুলিয়ার ভাদাইলে ভুক্তভোগীর কলেজছাত্রীর মোবাইল ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে ফোনটি দেখানোর জন্য সজীবের বাসায় যান।

সজীব মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। সজীবের রুমমেট ইসমাইল হোসেন দিপু কৌশলে রুম থেকে বের হয়ে যান। এ সময় তার সহযোগীদের ডেকে এনে মিথ্যা অপবাদ দিয়ে সজীবসহ তার মেয়েকে মারধর করেন। পরে সোহাগ গাজী সজীবকে ওই বাসার ছাদে নিয়ে যান।

এ সময় জাহিদ ভুক্তভোগী কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ও বিবস্ত্র ছবি ধারণ করেন। ঘটনাটি কাউকে জানালে ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ভুক্তভোগী ডাক-চিৎকার করলে তারা সবাই পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাসায় গিয়ে তার পরিবারকে এ ঘটনার কথা জানান। পরে ভুক্তভোগীর বাবা হারুন অর রশিদ এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) অপূর্ব সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.