এইমাত্র পাওয়া

আলহেরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজুল হক আর নেই

 মোঃ মোজাহিদুর রহমান।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান আল হেরা আলিম মাদ্রাসা। মাদ্রাসাটি ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত। মাদ্রাসাটি বিগত কয়েক বছর ধরে জেলা/উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় শীর্ষে অবস্থান করছে। মাদ্রাসার অবকাঠামো পড়াশোনা পাবলিক পরীক্ষার ফলাফল বাগেরহাট জেলার মধ্যে অন্যতম। অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এস এম সিরাজুল হক গত ০৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)।

গত তিন চার দিন পুর্বে যথারীতি মাদ্রাসায় আসেন তিনি। মাদ্রাসায় আসার পর থেকে তিনি অসুস্থতা বোধ করেন। তার সহকর্মীরা তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিন চারদিন তিনি ডাক্তারদেন নিবিড় পর্যবেক্ষনে থেকে অবশেষে ৮জুলাই ভোর ৬টা ৬মিনিটে সবাইকে কাদিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে মাদ্রাসা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

তাকে একনজর দেখতে বাগেরহাটের সকল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ সমবেত হত মাদ্রাসা প্রাঙ্গনে। সকাল ১১টায় মাদ্রাসা ময়দানে তার প্রথম জানাযার নামাজ সম্পন্ন হয়। পরবর্তীতে তাকে এম্বুলেন্সে করে নেয়া হয় গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। বিকাল ৫টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত এগার মাস পুর্বে অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মারা যান। বছর না পেরুতেই অধ্যক্ষের মৃত্যু স্বাভাবিকভাবে মানতে পারছেন না কেউ। ব্যক্তিজীবনে দুইজনই অনেক ভাল মানুষ ছিলেন। তাদের মৃত্যুতে আলহেরা আলিম মাদ্রাসা তথা এলাকাবাসী মহান দুই অভিভাবককে হারালেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসীব করেন। আমিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.