নিজস্ব প্রতিবেদক।।
পদোন্নতির বাধা কাটল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন মেডিক্যাল অফিসারের। ২০০৩ সালে নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের কেন পদোন্নতি দেয়া হবে না, এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। কোর্টের নির্দেশনা অনুসারে যোগ্যতা ও অভিজ্ঞতাসাপেক্ষে তারা এখন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। ২০০৯ সালের সিন্ডিকেটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেন হাইকোর্ট। একই সাথে রিটকারী ৪৫ মেডিক্যাল অফিসারকে অবিলম্বে পদোন্নতি দিতে বলেছেন আদালত। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন এটি নিশ্চিত করেছেন।
আদালতে বিএসএমএমইউয়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এ বি এম আলতাফ হোসেন জানান, চিকিৎসকরা ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদালয়ের মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের আইন ছিল তারা কিছু শর্ত পূরণ করলে সহকারী অধ্যাপকে পদোন্নতি পাবেন।
কিন্তু ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে তাদের পদোন্নতি আটকে যায়। তখন তারা সিন্ডিকেটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। আদালতের চূড়ান্ত নিষ্পত্তি অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ দিতে হবে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএসএমএমইউর প্রশাসনেও পরিবর্তন আসে। নতুন প্রশাসন এই ৪৫ মেডিক্যাল অফিসারের পদোন্নতি দেয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও।
এই চিকিৎসকদের কয়েকজন জানিয়েছেন, তারা আইনি প্রক্রিয়া ছাড়াও নিজেরা এবং দলবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন জানান তাদের পদোন্নতির বাধা দূর করে দিতে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনুরোধে কখনো সাড়া দেয়নি। তারা আশা করছেন, হাইকোর্টের রায় বর্তমান প্রশাসন দ্রুত বাস্তবায়ন করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.