আল আমিন হোসেন মৃধা, ঢাকাঃ রাজধানীর সায়দাবাদের আর কে চৌধুরী কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের যোগসাজসে গভর্নিং বডি কর্তৃক সম্পূর্ণ অনিয়ম করে তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ বাতিলপূর্বক স্বপদে বহালের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। স্বপদে বহালের নির্দেশ পাওয়া শিক্ষকরা হলেন, ক্রীড়া শিক্ষক মোঃ মনির হোসেন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উৎপল পাল চৌধুরী। অবসরে চলে যাওয়ায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল পাশার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
গত বুধবার (০৬ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের স্বপদে বহাল করার নির্দেশ দেন।
পৃথক তিনটি চিঠিতে বলা হয়, অত্র কলেজের সাময়িক বরখাস্তকৃত ক্রীড়া শিক্ষক মোঃ মনির হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল পাশা এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উৎপল পাল চৌধুরীর বরখাস্তকরণের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুমোদন করা সম্পর্কিত কলেজের আবেদন নিষ্পত্তিকল্পে শুনানী অনুষ্ঠানে প্রদত্ত উক্ত তিন শিক্ষকের বক্তব্য, দাখিলকৃত কাগজপত্র এবং কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, কলেজ পরিদর্শন দপ্তরের সংশ্লিষ্ট নথি, বিধি- বিধান পর্যালোচনায় সাময়িক বরখাস্তকৃত তিন শিক্ষককে চাকরি হতে বরখাস্তযোগ্য অপরাধ করেছেন বলে প্রতীয়মান না হওয়ায় তাকে বরখাস্তকরণের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুমোদন করা গেল না। এর মধ্যে ক্রীড়া শিক্ষক মোঃ মনির হোসেন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উৎপল পাল চৌধুরীর সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহারপূর্বক স্বপদে পুনর্বহাল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।সাময়িক বরখাস্তের আদেশ মাথায় নিয়ে অবসরের চলে যাওয়া বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল পাশার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারপূর্বক অবসরকালীন সুবিধাদি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
জানা গেছে, কলেজটির গভর্নিং বডির যোগসাজসে অধ্যক্ষ ইসতারুল হক মোল্লা এবং উপাধ্যক্ষ রায়হানুল ইসলামের সীমাহীন দুর্নীতি ও আর্থিক অনিয়মের প্রতিবাদ করায় ঐ তিন শিক্ষককে বিনা অপরাধে সাময়িক বরখাস্ত করে গভর্নিং বডি। এদের মধ্যে ক্রীড়া শিক্ষক মোঃ মনির হোসেন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের অনিয়মের সুষ্ঠ বিচার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তরগুলোতে অভিযোগ প্রদান করেন। অভিযোগে তদন্ত করে মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে অধ্যক্ষ-উপাধ্যক্ষের আর্থিক অনিয়মসহ নানা অপকর্মের ৩০ অনিয়মের প্রমাণ মেলে। ডিআইএর দুই সদস্যের তদন্ত কমিটি তদন্ত শেষে ৪৫ পৃষ্ঠার প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিলে গত ০৫ মার্চ ২০২৩, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখা থেকে আর কে চৌধুরী কলেজের অধ্যক্ষ ইসতারুল হক মোল্লা এবং উপাধ্যক্ষ রায়হানুল ইসলাম এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাউশি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দুদককে নির্দেশ দেওয়া হয়। এরপর গত ৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখা থেকে পুনরায় চিঠি ইস্যু করা হয় । এতে আর্থিক অনিয়ম ও নিয়োগ জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, আনীত আর্থিক অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির বর্তমান গভর্নিং বডির মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ আদায়সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়। মাউশি বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ এর ১৮.১ (ক) এবং ১৮.১ (খ) অনুযায়ী এম.পি.ও.ভুক্তির শর্ত ভঙ্গ হওয়ার কারণে এম.পি.ও.স্থগিত/বাতিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। একই সাথে দুদক সচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৫ নভেম্বর ২০২৩ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (কলেজ-২) উপ-পরিচালক হাবিবুর রহমান এবং সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার দাসের যৌথ স্বাক্ষরিত চিঠিতে অধ্যক্ষ ইসতারুল হক মোল্লা এবং উপাধ্যক্ষ রায়হানুল ইসলামের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে “অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে ৩০ অনিয়মের প্রমাণ মিলেছে!” শিরোনামে ঙ্গো ২৩ এপ্রিল ২০২৩ ইং তারিখে” মন্ত্রণালয়ের নির্দেশনার এক মাস পার হলেও এমপিও বাতিল হয়নি অধ্যক্ষ-উপাধ্যক্ষের” শিরোনামে এবং গত ৯ মে ২০২৩ ইং তারিখে ” অধ্যক্ষ ও উপাধ্যক্ষের আত্মসাৎকৃত অর্থ ফেরতে দুই মাসেও অগ্রগতি নেই” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নে দ্রুততার সাথে শুরু করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.