এইমাত্র পাওয়া

স্ব-উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় স্ব-উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের এ নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর। সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বুধবার কারিগরি শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক নিজাম উদ্দিন আহমেদের সই করা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান-স্থাপনায় স্ব-উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট ভবন ও জানমালের নিরাপত্তার স্বার্থে স্থাপিত সিসিটিভির ফুটেজ যেন প্রয়োজনে নিকটস্থ থানা-পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায়, বর্ণিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৮ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ-নির্মূল বিষয়ক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.