এইমাত্র পাওয়া

পরীক্ষার রুটিন বনাম হরতালের রুটিন

প্রভাষ আমিন: বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে ছেলে প্রসূন ফোন করে জানতে চাইলো, বাবা, বিএনপির পরবর্তী কর্মসূচি কী? বিএনপির কর্মসূচি নিয়ে প্রসূনের কৌতুহলের কারণ হলো পরীক্ষা। তাদের বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে। কিন্তু টানা হরতাল-অবরোধের কারণে তাদের পরীক্ষা এখন শুক্র-শনিবার হয়। কিন্তু হরতাল বা অবরোধ না থাকলে অন্য দিনও পরীক্ষা হতে পারে। তাই কর্মসূচি নিয়ে প্রসূনের কৌতুহল। এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত সপ্তাহে তাদের বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা ফাঁদে পড়েছে। কারণ তারাও ধরে নিয়েছিল পরীক্ষা হবে শুক্র-শনিবার। কিন্তু মাঝে মঙ্গলবার বিরোধী দলের কোনো কর্মসূচি ছিল না। তাই হুট করে সেদিন পরীক্ষায় বসতে হয় ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের। অপ্রস্তুত অবস্থায় বসতে হওয়ায় সবারই পরীক্ষা খারাপ হয়েছে। আমি বললাম, অসুবিধা কী। সবারই তো একই অবস্থা। প্রসূন বললো, ইউনিভার্সিটিতে তো প্রতিযোগিতার বিষয় নেই। গ্রেড পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এবার গ্রেড পয়েন্ট খারাপ হলে সেটা রিকভার করা তাদের জন্য অনেক কঠিন হবে।

শুধু প্রসূনের বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই এখন পরীক্ষা চলছে। নির্বাচনকে সামনে রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানই পরীক্ষা কিছুটা এগিয়ে এনেছিল। এখন সেই এগিয়ে আনা পরীক্ষা পড়েছে হরতাল-অবরোধের ফাঁদে। শিক্ষার্থীদের এখন পরীক্ষার রুটিনের চেয়ে হরতালের রুটিন বেশি মুখস্ত রাখতে হয়।

এমনিতে বাংলাদেশে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার কর্মদিবস। কিন্তু বিএনপির টানা কর্মসূচিতে এখন সব হিসাব এলোমেলো হয়ে গেছে। কর্মদিবসে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকলেও শুক্রবার-শনিবার রাস্তায় ব্যাপক যানজট দেখা যায়। সবাই সারা সপ্তাহের কাজ জমিয়ে রাখেন ছুটির দিনে করার জন্য।

আমার বাসা মোহাম্মদপুরের আসাদ এভিনিউতে। আমার বাসার আশেপাশে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার-শনিবার তাই জমজমাট থাকে মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, ইকবার রোড এলাকা। হরতাল-অবরোধের জন্য বসে থাকলে তো আর চলবে না, শিক্ষা বর্ষ তো শেষ করতে হবে।

আমাদের একমাত্র ছেলে প্রসূন এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাদের প্রজন্মটার জন্য আমার খুব মায়া হয়। রাজনৈতিক সহিংসতায় ২০১৩, ১৪, ১৫ সালেও তাদের শিক্ষাজীবন বারবার বিঘ্নিত হয়েছে। আর করোনা এসে তো তাদের কলেজ জীবনের প্রায় পুরোটাই কেড়ে নিয়েছে। মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় সময় কলেজ জীবন। স্কুল আর ইউনিভার্সিটির মাঝখানে কলেজ হলো বড় একটা টার্নিং পয়েন্ট। বাবা-মার শাসন থেকে মুক্তির আকাক্সক্ষা আর ইউনিভার্সিটির স্বাধীনতার হাতছানি।

শিক্ষা জাতির মেরুদণ্ড। রাজনীতির গ্যাড়াকলে আমরা আমাদের মেরুদণ্ডটা ভেঙ্গে দিচ্ছি। শিক্ষার ঘাটতি নিয়েই বেড়ে উঠছে আমাদের একটা প্রজন্ম।

লেখক: হেড অব নিউজ, এটিএন নিউজ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.