এইমাত্র পাওয়া

চট্টগ্রামের জেলা প্রশাসকের পিএইচডি ডিগ্রি অর্জন

চট্টগ্রামঃ চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আর্ন্ডট কর্ডেন ডিপার্টমেন্ট অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে তিনি এই ডিগ্রি অর্জন করলেন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার স্টক পিয়ারসালের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এটি নিশ্চিত করা হয়েছে।

২৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফখরুজ্জামানের থিসিসের বিষয় ছিল ‘ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডিং ইন দ্য অ্যাপারেল ভ্যালু চেইন: এভিডেন্স ফ্রম বাংলাদেশ।’ এমন অর্জনে এরইমধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনসহ নানা মহল থেকে আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ বিষয়ে আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রায় পাঁচ বছর সাধনার পর কাঙ্ক্ষিত এই ফলাফল পেয়েছি। সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জের ছিল। নানা বাধা-বিপত্তি আসার পরও নিজের অবস্থানে অবিচল ছিলাম। কেননা এটির সেশনটা ছিল বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে। কোভিডের কারণে অনেকগুলো প্রোগ্রামিং আমাকে শিখতে হয়েছে। তখন কারও সহযোগিতা নেওয়ার মতো অবস্থা ছিল না। তাই নিজের সব কিছুই নিজেকেই করতে হয়েছে। শিক্ষা ও গবেষণাকাজে অস্ট্রেলিয়ার একটা নীতি আছে। সেটি হলো- জ্ঞানের রাজ্যে নতুন কিছু যুক্ত করতে হবে। নয়তো চলমান যে কোনো জ্ঞানকে চ্যালেঞ্জ করতে হবে। এ দুটোর কোনোটা না হলে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত ডিগ্রির অনুমোদন দেয় না।’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে সরাসরি গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরে তিনি আবারও চাকরিতে যোগদান করে গবেষণার বাকি কাজ শেষ করেন। চট্টগ্রামের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে প্রথমবারের মতো সড়কে পর্যটন বাস নামানো, স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু, সরকারি বেদখল জমি উদ্ধারসহ নানা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দৃশ্যমান পরিবর্তন করেছেন তিনি।

গত ১৮ অক্টোবর ‘স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৩’ প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলার ৮৯ উদ্ভাবনী প্রস্তাবনার মধ্যে ‘স্মার্ট স্কুল বাস’ উদ্ভাবনীর প্রথম পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে অর্জন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.