এইমাত্র পাওয়া

বিষাক্ত হয়ে পড়েছে লাহোরের বাতাস, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

ঢাকাঃ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিষাক্ত ধোঁয়াশা হাজার হাজার মানুষকে অসুস্থ করে ফেলছে। কর্তৃপক্ষ রোববার পর্যন্ত শহরের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

বিবিসি শুক্রবার জানিয়েছে, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে ধোঁয়াশা বিপজ্জনক মাত্রায় বেড়েছে। পাঞ্জাব প্রাদেশিক সরকার লাহোরসহ তিনটি শহরের স্কুল, অফিস, মল ও পার্ক রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

গত কয়েকদিন ধরে লাহোরের বাতাসের মান সূচক ৪০০ এর কাছাকাছি চলে গেছে। ১০০ বা তার নিচে সূচকের মাত্রা সাধারণত সন্তোষজনক বলে মনে করা হয়। লাহোর ভারতের অমৃতসর শহরের সীমান্তে। উত্তর ভারতও বিষাক্ত ধোঁয়াশার প্রভাবে ভুগছে।

ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণ উদ্বেগজনক মাত্রায় বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৭নভেম্বর ভারতীয় রাজধানীতে বায়ুর মানের সূচক ৩০০-তে পৌঁছেছিল।

লাহোরের কিছু বাসিন্দা বিবিসি উর্দুকে জানিয়েছেন, বিষাক্ত পরিবেশের কারণে তাদের স্বাস্থ্য এবং অন্যান্য দৈনন্দিন কাজ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।

পাঞ্জাবে চিকিৎসা কেন্দ্র, মুদি দোকান এবং গ্যাস স্টেশন খোলা রয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরে যাওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

পরিবেশবিদ রাফি আলম বলেন, ধোঁয়াশা মোকাবিলায় সরকারি নীতিগুলি ‘স্রেফ তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে, যার কোনো সুফল নেই।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.