এইমাত্র পাওয়া
ধর্ম

কোরআন থেকে শিক্ষা

শিক্ষা ও বিধান

১. আল্লাহ পৃথিবীর সব জনপদে তাঁর দ্বিনের আহ্বান পৌঁছে দিয়েছেন।

তাই পরকালে দ্বিন সম্পর্কে অজ্ঞতার অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
২. কিয়ামতের দিন ভ্রান্ত দলের অনুসারীরা তাদের নেতাদের দ্বিগুণ শাস্তি দাবি করবে। কিন্তু আল্লাহ নেতা ও অনুসারী সবাইকে দ্বিগুণ শাস্তি দেবেন।
৩. মুমিনের দায়িত্ব হলো প্রতিনিয়ত নিজের আমলের উন্নতির চেষ্টা করা।

এতে পরকালীন মুক্তি নিশ্চিত হয়।
(বুরহানুল কুরআন : ১/৫৯৮)
৪. ইবনে আব্বাস (রা.) বলেন, কিয়ামতের দিন আল্লাহর প্রতি মিথ্যারোপকারীদের চেহারা কালো করে দেওয়া হবে।
৫. রাসুলুল্লাহ (সা.) বলেন, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ সে তার আমলের প্রতিদান পেতে শুরু করল।

(তাফসিরে আবি সাউদ : ৩/২২৬)

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.