এইমাত্র পাওয়া

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াল রাশিয়া

ঢাকাঃ বাংলাদেশি শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১২৪টি বৃত্তি দেবে রাশিয়া। ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল ডভয়চেনকভ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে শিক্ষার্থীদের জন্য ১২৪টি বৃত্তির ঘোষণা দেন।

আগামী শিক্ষাবর্ষের জন্য বৃত্তির আবেদন প্রক্রিয়া গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য মোট বৃত্তির সংখ্যা ছিল ১১০।

রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে পাভেল ডভয়চেনকভ বলেন, রাশিয়ার সরকার প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের অনেক বৃত্তি প্রদান করে এবং ঢাকায় রাশিয়ান হাউসের মাধ্যমে প্রচারাভিযানসহ সব ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে। তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়া সরকারের সহায়তায় সম্পন্ন হয়েছে এবং দ্রুতই চালু হতে যাচ্ছে। প্রকল্পটির জন্য বিভিন্ন বিভাগে অনেক মেধাবী জনবলের প্রয়োজন হবে এবং রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকদের সঙ্গে কাজ করার একটি বিশেষ সুযোগও রয়েছে।

সেমিনারে মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপ্রধান আলিনা আন্দ্রুখ অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুযোগ ও সুযোগ-সুবিধা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোভিয়েত প্রাক্তন ছাত্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাবেক অধ্যাপক তাইবুল হাসান খান এবং ঢাকার রুশ হাউসের রুশ ভাষা কোর্সের শিক্ষক ইয়াসমিন সুলতানা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.