এইমাত্র পাওয়া

বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করা হোক

অদ্যাবধি দেশে ১১টি শিক্ষা কমিশন/কমিটি গঠিত হয়েছে। প্রত্যেক কমিশনের লক্ষ্য ছিল কারো প্রতি পক্ষপাতিত্ব না করে শিক্ষাক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। সর্বশেষ ২০১০ সালে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে উল্লেখ আছে, ‘বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী স্থানিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ-সুবিধা অবারিত করা। শিক্ষাকে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য হিসেবে ব্যবহার না করা।’ অর্থাৎ শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করা, যাতে শিক্ষার্থীরা সহজেই শিক্ষালাভ করতে পারে এবং তাদের দ্বারা একটি কল্যাণমূলক রাষ্ট্রের শুভ সূচনা হয়। কারণ, একটি কল্যাণমূলক রাষ্ট্রের বিকাশমান নাগরিকদের মেধা, মনন, সদিচ্ছা ও আশা-আকাক্সক্ষায় নিয়ত বাস্তব সমস্যার সমাধান ও সমাজ পুনর্গঠনের কাজ চলে। এসবের পরিণত রূপই উন্নত রাষ্ট্র, উন্নত সমাজ। এই বিকাশমান পথটিই শিক্ষার পথ।

বাস্তবের চিত্র ভিন্ন। ঘোষিত লক্ষ্য উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধারার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত, স্বায়ত্বশাসিত স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, কৃষিকেন্দ্রিক প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান, এনজিও কর্তৃক নানা প্রতিষ্ঠান, ইংরেজি মাধ্যমের স্কুল প্রভৃতি। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু আনুষ্ঠানিক শিক্ষা, কিছু উপানুষ্ঠানিক শিক্ষা ও কিছু অনানুষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকে। আবার অন্যভাবে বলা যায়, নানা ধারার শিক্ষার মধ্যে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদরাসা শিক্ষা, ইংরেজি মাধ্যমে শিক্ষা অন্যতম। এসব ধারার আবার নানা উপধারাও রয়েছে। ফলে বিভিন্নমুখী শিক্ষার কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এ রকম পরিকল্পনাবিহীন নানা ধারার শিক্ষা সংকট সৃষ্টির জন্য দায়ী এবং এই এর কারণ শিক্ষাব্যবস্থায় সাধারণ জনগণ বঞ্চিত হয়। এই অবস্থার ব্যাখ্যায় হাসান আজিজুল হক মনে করেন, ‘এই শিক্ষাব্যবস্থা শাসকদের, মালিকদের, জনগণের নয়। আমাদের দেশের শিক্ষা এতটাই পশ্চাদমুখী ও অগণতান্ত্রিক যে তা সমাজের বোঝা বাড়িয়ে চলেছে।’

এই অবস্থায় শিক্ষার কাঠামোকে পরিবর্তন অথবা সমন্বয় করতে না পারলে জাতি মেধা ও নেতৃত্বশূন্য হয়ে যাবে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্যহীন ও গণতান্ত্রিক পরিবেশ অতীব জরুরি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.