এইমাত্র পাওয়া

ভোকেশনাল স্কুল-মাদরাসার নবম শ্রেণির দুটি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভোকেশনাল স্কুল ও মাদরাসার নবম শ্রেণির দুই বিষয়ের সমাপনী পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নবম শ্রেণির ১ নভেম্বরের বাংলা-১ বিষয়ের পরীক্ষা ও ৫ নভেম্বরের ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির ‘সমাপনী পরীক্ষা ২০২৩’-এর বাংলা-১ বিষয়ের ১ নভেম্বরের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এছাড়া আগামী ৫ নভেম্বরের ইংরেজী-১ বিষয়ের পরীক্ষা জাতীয় সংসদ উপ-নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) ও লক্ষ্মীপুর-৩ (সদর) এর জন্য স্থগিত করা হলো।

এ নির্দেশনা সারাদেশের ভোকেশনাল স্কুল ও মাদরাসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরে স্থগিত পরীক্ষার সময়সূচি জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.