নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী বছর মাধ্যমিকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে ডিসেম্বরে। ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এখন প্রশিক্ষকদের প্রশিক্ষণ চলছে।
জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তিন ব্যাচে জেলা পর্যায়ের প্রশিক্ষকরা প্রশিক্ষণ পাচ্ছেন।
তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ বুধবার থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ১ হাজার ৪৭০ জন শিক্ষক-একাডেমিক সুপারভাইজার জেলা পর্যায়ের প্রশিক্ষক হতে প্রশিক্ষণ নিচ্ছেন।
মাউশি সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হলে শিক্ষকদের এসব ক্লাসের পাঠ্য বইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যেহেতু আসছে বছর নতুন শিক্ষাক্রমে পাঠের আওতায় আসবে দ্বিতীয়, অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীরা; সেজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এসব শ্রেণির পাঠ্যসূচির ওপর। এর মধ্যে মাধ্যমিক স্তরের বিষয়গুলোর তদারকি করছে মাউশি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.