নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কুষ্টিয়ায় পদোন্নতি পেয়ে সহকারী শিক্ষক থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন আরো ৮০ জন। পদোন্নতি প্রাপ্তরা মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা গেছে।
পদোন্নতি প্রাপ্তদের তালিকায় মিরপুর উপজেলার ৪৯ জন ও ভেড়ামারা উপজেলার ৩১ জন সহকারী শিক্ষক রয়েছেন।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান শিক্ষক পদে এক বছর শিক্ষানবিশ হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকরা বিবেচিত হবেন। এসময় তাদের আচরণ সন্তোষজনক হলে তাদের চাকরি স্থায়ী হবে। আর তা না হলেও কর্তৃপক্ষ তাদের সহকারী শিক্ষক পদে ফেরত পাঠাবে। পদোন্নতি প্রাপ্তদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে কুষ্টিায়ার জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগদান করতে হবে। যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একইসঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.