এইমাত্র পাওয়া

অপহরণের প্রায় এক মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

মাদারীপুরঃ জেলার কালকিনিতে অপহরণের ২৬ দিন পরও উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী। ভুক্তভোগী পৌর এলাকার ঝুড়গাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এদিকে অপহরণের এতদিন পরও মেয়ের কোনো খোঁজ না পেয়ে শোকে স্তব্ধ পরিবার। নিরুপায় হয়ে ওই মেয়ের মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।

কালকিনি থানার এস আই রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু কোথাও তার হদিস মিলছে না।

ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পূর্ব শত্রুতার জেরে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। ২৫ দিন আগে ঝুরাগাও গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশ থেকে মেয়েকে অটোবাইকে তুলে অপহরণ করে একই গ্রামের মহসীন লস্করের ছেলে ইয়ামিন লস্কর। এ সময় মেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু তার আগেই অটোবাইকে করে মেয়েকে পালিয়ে যায় ইয়ামিন লস্কর ও তার লোকজন।

তিনি আরও বলেন, ইয়ামিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত কোনোভাবেই শান্তি পাব না। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.