ঢাকাঃ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষাকেন্দ্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের পরীক্ষায় প্রায় ৪০ হাজার আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলেও বার কাউন্সিল থেকে জানা গেছে।
মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.