এইমাত্র পাওয়া

আইইএলটিএস-টোয়েফল ছাড়াই মিলবে জাপানের বৃত্তি

ঢাকাঃ জাপানে টোকিও বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ালেখা করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। মেক্সট স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি ছাড়াই দুই বছর সময়সীমায় স্নাতকোত্তর ও তিন বছরে পিএইচডির করার সুযোগ দিচ্ছে দেশটি।
সুযোগ-সুবিধা

১ আবেদন বা ভর্তি হতেও কোনো ফি লাগে না।
২ মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াত খরচসহ নানা সুযোগ।
৩ আইইএলটিএস কিংবা টোয়েফল ছাড়াই করা যাবে আবেদন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম ইংরেজি হতে হবে।
৪ বাংলাদেশসহ বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে এ বছরের অক্টোবর জুড়ে।

যেসব বিষয় পড়ার সুযোগ

মেক্সট স্কলারশিপের মাধ্যমে পড়ালেখা করা যাবে- গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত ও কম্পিউটিং সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

যোগ্যতার মানদণ্ড

জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে—এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে। আবেদনকারীদের অবশ্যই ১৯৮৯ সালের ২ এপ্রিলের পরে জন্মগ্রহণ করতে হবে। এখন থেকে পূর্ববর্তী ২ বছরের একাডেমিক পরীক্ষার ফলাফলে জিপিএ-৩-এর মধ্যে অন্তত ২.৩০ থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

জাপানের বৃত্তির আবেদনসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.