এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করছি: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ একাদশ ও দ্বাদশ শ্রেণির ২০২০-২০২৪ শিক্ষাবর্ষের নতুন বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এবছর বইগুলোর মান আগের চেয়ে ভালো হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করছি।

এনসিটিবি একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই চারটি বই প্রণয়ন করেছে। এগুলো আজ শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম। এই বইগুলোর মধ্যে ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রিভাইস করা হয়েছে। ২০২৬ ও ২০২৭ সালে গিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন কারিকুলামের বই হবে।

তার আগেও বই পরিশীলনের কাজ আমরা যতদূর সম্ভব অব্যাহত রাখব।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই বঙ্গবন্ধু প্রত্যাশা পূরণে শিক্ষার্থীরা দক্ষ-যোগ্য ও মানবিক মানুষ হওয়ার পাশাপাশি সৃজনশীল, সহনশীল এবং অসাম্প্রদায়িক মানুষ হোক। এ কারণে পুরো শিক্ষাক্রমকে সংস্কারের পরিবর্তে রূপান্তর করছি। রুপান্তরের উদ্দেশ্য হলো শুধু মুখস্তবিদ্যা নয়, আমরা করে করে শিখবো, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে।

এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা যা শিখছে তা আত্মস্থ করতে পারবে এবং তা প্রয়োগ করার দক্ষতা অর্জন করবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.