Breaking News

তারাকান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গ্রামীণ ব্যাংকের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তারাকান্দা থানার কাশিগঞ্জ বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল শিক্ষক রেজাউল মাসুদ (৪১) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম গ্রামের মৃত সোলায়মান সরকারের ছেলে ও মোগলটোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, বুধবার সকালে রেজাউল মাসুদ পূর্বধলা থেকে মুক্তাগাছা যাওয়ার পথে তারাকান্দা থানার কাশিগঞ্জ গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে একটি বালু বোঝাই ট্রাককে অভারটেক করতে গিয়ে ভাঙ্গা রাস্তায় খেয়ে পড়ে বালু বোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পূর্বধলা থানায় কর্মরত তার স্ত্রী মহিলা পুলিশ কনস্টেবল সুরমা খাতুনের বাসা থেকে মুক্তাগাছা যাচ্ছিল।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার, ট্রাকটি জব্দ ও চালক সাদেকুল ইসলামকে আটক করে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরটিএ পরীক্ষা শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

একসঙ্গে ৫ নারী বিচারপতি নিয়োগ; ইতিহাস সৃষ্টি সুপ্রিম কোর্টে

ঢাকাঃ নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমবারের মতো ৫ …