এইমাত্র পাওয়া

সুবর্ণচরে শিক্ষিকার অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক।।

আজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাস্থ দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মাৎ রোকসানা আকতার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সুবর্ণচর, মোঃ আবু জাহের, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত), সুবর্ণচর, নোয়াখালী, মো: আবদুল মতিন, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, বেগমগঞ্জ, মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, শিমূল চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ নাছিম ফারুকী, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, মোহাম্মদ আবুল হাসেম, সভাপতি, পিটিএ, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ ছালামত উল্যাহ, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা, মো: এমদাদ উল্যা,সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চর ওয়াপদা ইউনিয়ন শাখা, নোয়াখালী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ ৩৩ বছর বিদায়ী শিক্ষক প্রাথমিক শিক্ষা বিলিয়ে দিতে জাতিকে যোগ্য নাগরিক উপহার দিতে সচেষ্ট ছিলেন।

এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তিনি নিজের সন্তানদেরও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। প্রাথমিক শিক্ষকগণ শিক্ষার মূলে রয়েছেন বিধায় দায়বদ্ধতাও বেশি সেই নিরিখে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষকগণের প্রতি প্রধান অতিথি উদাত্ত আহ্বান জানান। বক্তাগণ বিদায়ী শিক্ষিকার অবসরকালীন সুস্থতা ও নিরাপদে থাকার বিষয়ে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান অতিথি মোহাম্মদ নিজাম উদ্দিন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষিকাকে এসএমসি, শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকার পক্ষ থেকে উপহার, ক্রেস্ট প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.